”অ্যাপ বাইক” পরিষেবায় যুক্ত হওয়ার জন্য দরকার বাণিজ্যিক নম্বর প্লেট এমনটাই বাধ্যতামূলক করার সিধান্ত নেওয়া হচ্ছে রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে।
তথ্য মতে, এই সময় পুরো রাজ্যে প্রায় ৩০ হাজার বাইক এই ”অ্যাপ বাইক” পেশার সাথে যুক্ত। যেহেতু এতদিন এই পেশার জন্য বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক ছিল না সেহেতু এর অধিকাংশের কাছেই এই নম্বর প্লেট নেই। ব্যক্তিগত বাইকের নম্বর প্লেট দিয়েই এই পেশায় যুক্ত হয়েছেন একটি বড় অংশ।
এদিন মঙ্গলবার রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একটি দীর্ঘ আলোচনা চালান অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে। সেখানে আলোচনা শেষে ক্যাব পেশার বাইকগুলির বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। অর্থাৎ, ‘ব্যক্তিগত’ নম্বর প্লেট যুক্ত বাইক বা স্কুটারকে ‘অ্যাপ বাইক’ হিসেবে ব্যবহার করা যাবে না।
জানা গিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জেলায় জেলায় এই সংক্রান্ত বিশেষ শিবির থেকে এক হাজার টাকায় বাণিজ্যিক রেজিস্ট্রেশন পাওয়া যাবে। পরিবহণ দফতরের কর্মকর্তার কথায় জানা যায় যে এই সিদ্ধান্ত কার্যকর হলে পরিবহণ দফতরের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানও বাড়বে। বাণিজ্যিক লাইসেন্সের জন্য দিল্লিতে অ্যাপ বাইক পরিষেবা বন্ধ হয়ে গেলেও পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর এই অ্যাপ বাইক পরিষেবাকে আরও মজবুত করতে এমন সিদ্ধান্ত নিতে চলেছে।