রবিবার রাতে আর্জেন্টিনা বনাম এস্তোনিয়ার ফুটবল ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোল হারায় আর্জেন্টিনা । এই ম্যাচে ফ্যানদের অবাক করে পর পর ৫ টি গোল মারেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।ইতালির বিরুদ্ধে অসাধারণ খেললেও গোল পাননি মেসি, সেই ম্যাচে ৩টে গোলের মধ্যে ২টি গোল অ্যাসিস্ট ছিল তার। তবে এই ম্যাচে এক অসাধরন পারফরমেন্স দিয়ে মাতিয়ে তুললেন ফুটবল জগৎ। এর আগে দেশের জার্সিতে এক ম্যাচে পাঁচ গোল না করে থাকলেও বার্সেলোনার হয়ে এই রেকর্ড গড়েছিলেন এল এম টেন। তৃতীয় আর্জেন্টাইন হিসেবে পাঁচ গোল করলেন লিও মেসি। ম্যাচ শুরু হওয়ায় ৮ মিনিটের মাথায় পেনাল্টি তে প্রথম গোল দেন মেসি তার পর ৪৫ মিনিটে দ্বিতীয় গোল , তার ঠিক ২ মিনিটের মাথায় তৃতীয় গোল , ৭১ মিনিটে চতুর্থ ও ৭৬ মিনিটে ম্যাচের শেষ গোল দিয়ে ৫ টি গোল সম্পূর্ণ করেন লিওনেল মেসি।
অন্য দিকে আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষন পর ৬ তারিখ রাত ১২:১৫ নেশন্স লিগের ম্যাচে জেনেভায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নিজের দেশ অর্থাৎ পর্তুগালের হয়ে খেলতে নেমেছিলেন আরেকজন ফুটবল তারকা ক্রিস্টয়ানো রোনাল্ডো। এই ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোল হারায় পর্তুগাল, ম্যাচে জোড়া গোল করেন সি আর সেভেন। দেশের হয় গত ৫ ম্যাচে গোল দিতে পারেননি রোনাল্ডো। এই ম্যাচে রোনাল্ডোর হ্যাট্রিক দেখার জন্য অপেক্ষা করছিল তার অনুগামীরা । দুটি সহজ গোল দেওয়ার সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। তবে একাধিক বার নিজের তৃতীয় গোল টি খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলেন সি আর সেভেন। এই ম্যাচে হ্যাট্রিক না করলে ম্যাচে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন তিনি। ম্যাচের ৩৫ মিনিটে নিজের প্রথম গোল ও ৩৯ মিনিটে দ্বিতীয় গোল দেন ক্রিস্টিয়ানো।
দেশের জার্সিতে দুই ফুটবল তারকাকে ছন্দে দেখে আনন্দে মেতে উঠেছে তাদের অনুগামী ও সমস্ত ফুটলপ্রেমীরা। সামনেই কাতার বিশ্বকাপ , সম্ভবত এটাই শেষ ফুটবল বিশ্বকাপ মেসি ও রোনাল্ডোর। বিশ্বকাপে তাদের দুজনকে এরকমই ছন্দে দেখতে চাইবে সমগ্র ফুটবল জগত।