একজন ২২ গজের ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল অন্যদিকে বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাদুকোন।বলিউডের ‘মস্তানির’ সঙ্গে অন্ততপক্ষে একবার নাচের ইচ্ছা প্রকাশ করেছে ক্রিকেটের ‘ইউনিভার্সেল বস’ ক্রিস গেইল।
সম্প্রতি অর্কর মুখার্জির সঙ্গে একটি নতুন মিউজিক ভিডিওতে কাজ করছেন গেইল। মিউজিক ভিডিও টির নাম “ওহ ফতিমা”। এই গান সম্পর্কে ক্রিকেটের ‘ইউনিভার্সেল বস’ ক্রিস গেইল সংবাদ সংস্থা ডিএনএ কে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন বলিউডের ‘মস্তানি’ দীপিকা, তার খুব প্রিয় অন্তত একবার হলেও দীপিকার সঙ্গে “ওহ ফাতিমা” গানের তালে নাচতে চান তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই গেইল তার নিজের বাড়িতে একটি মিউজিক স্টুডিও বানিয়েছেন এবং সেখান থেকেই তিনি তার গান প্রকাশ করেন। ইতিমধ্যেই জামাইকার মানুষ ক্রিস গেইলের গান বেশ পছন্দ করেছেন। তাই এবার ভারতে অর্কর সঙ্গে একটি গানে কাজ করছেন।
বাইস গজের ইউনিভার্সাল বস এবার হতে চান সঙ্গীত জগতে রকস্টার। একই সঙ্গে তিনি অন্তত একবার দিপীকার সঙ্গে নাচার ইচ্ছে রয়েছে তার।