আচ্ছা! কেমন হয় যদি এক জাদুকরী রিকশা আমাদের পৌঁছে দেয় ইতিহাসের বিভিন্ন সময়ে। স্বচক্ষে দেখার সুযোগ করে দেয় ইতিহাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা গুলি ।
ধরুন, আপনাকে সেরকমই এক সুযোগ দেওয়া হলো যেখানে এক জাদুকরী রিকশা আপনাকে পৌঁছে দেবে ইতিহাসের সময়ে। আপনি কোন সময়ে যেতে পছন্দ করবেন? অথবা,কোন মুহূর্ত কে দেখতে চাইবেন নিজের চোখ দিয়ে? হয়তো এরকম একটার উত্তর দেওয়া খুব একটা সহজ কাজ নয় ।
রাজা – মহারাজাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া ও তাদের রাজ দরবার।
বাবরের আমল থেকে চলে আসা মুঘল সাম্রাজ্যের পতন বা ১৭৫৭ সালে ঘটে যাওয়া পলাশীর যুদ্ধ , ১৮৫৭ সালে ঘটে যাওয়া সিপাহী বিদ্রোহ অথবা ভারতের স্বাধীনতার মুহূর্ত। ছিয়াত্তরের মনবন্তর যেখানে মানুষ না খেতে পেয়ে শুধু মাত্র ভাতের মারের জন্য নিজের ছেলেকে বিকিয়ে দিচ্ছে তো কেউ দিনের পর দিন না খেতে পেয়ে এমনি মারা গেছে । একাত্তরের মুক্তি যুদ্ধে শুধু মাত্র ভাষার প্রতি তাদের এই লড়াই যা তারা জিতে নিজেদের শুধু আলাদা একটি দেশ ভাগ করা নয় এর সাথে তারা সারা বিশ্বের সামনে এক নজিরবিহীন কান্ড করে দেখিয়েছিল। এই সব কিছুই আপনি নিজের চোখে দেখতে পাবেন এই জাদুকরী রিকশার দ্বারা। যেটাতে করে ভারত তথা গোটা বিশ্বের ইতিহাসের সময়ে আপনি নির্দ্বিধায় পৌঁছে যেতে পারবেন। ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে এই সব ঘটনা গুলি বিস্তারিত ভাবে লেখা থাকলেও নিজের স্বচক্ষে প্রত্যেকটি ঘটনা প্রদক্ষিণ করার ইচ্ছা সবারই রয়েছে।