সাইবার প্রতারণার ফাঁদে পড়ে মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা । ই-ওয়ালেটে ঢুকত ২০০ টাকা। সেই টাকা পাওয়ারই চেষ্টা করছিলেন। কিন্তু ২০০ টাকা পাওয়ার চক্করে মহিলাকে হারাতে হল প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।
পুলিশের তরফে জানানো হয়েছে, ৩২ বছরের এক যুবতী একটি ট্রাভেল এজেন্সিতে পার্ট টাইম চাকরি করেন। এক ক্লায়েন্টের কাছ থেকে ২০০ টাকা পেতেন তিনি। কিন্তু টাকা লেনদেনের সময় কিছু সমস্যা হয়। তিনি পেটিএমের একটি কাস্টমার কেয়ার নম্বর খুঁজে বের করেন আর সেখান থেকেই ঘটে বিপত্তি। অচেনা ওই নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা তুলে ধরেন মহিলা, উলটো দিকের ব্যক্তি নিজেকে পেটিএম এক্সিকিউটিভ পরিচয় দিয়ে তাঁকে একটি ডেস্কটপ মোবাইল অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেন। মোবাইল কলে ব্যাস্ত রেখে টাকা পাঠাতে বলেন ওই ব্যক্তি। ব্যাক্তিটি জানান, পরীক্ষামূলক ভাবে অর্থ পাঠিয়ে দেখা হবে লেনদেন ঠিকমতো হচ্ছে কি না। সেই নির্দেশ মতো কাজ করতে গিয়েই ৬ লক্ষ ৪২ হাজার টাকা খুইয়ে বসেন যুবতী। শেষমেশ যখন দেখেন, নিজের অর্থ ফেরত পাচ্ছেন না, তখন বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন। আর কোনরকম ভাবেই ওই প্রতারককে ফোনে পাওয়া যায়নি।
বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তিনি আন্ধেরির থানায় এই সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেন । সম্পূর্ণ বিষয়টিকে খতিয়া দেখছে পুলিশ ।