অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় একের পর এক ভারতীয় মন্দিরে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দিপাক্ষিক বৈঠকে শেষের দিকে এমনটাই বললেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন যে এই বিষয়টি নিয়ে তারা খুঁটিয়ে দেখবেন এবং এ বিষয়ে সমস্ত রকমের দ্রুত ব্যবস্থা নেবেন তারা।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন গত কয়েক মাস ধরে টানা অস্ট্রেলিয়া হিন্দু মন্দিরগুলিতে একের পরে হামলা খবর আসছে। স্বাভাবিকভাবে এই খবর এই চিন্তিত হয়ে রয়েছেন সকলেই। আজ নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার পর পর হতে থাকা মন্দির হামলা নিয়ে প্রসঙ্গে নিয়ে বললে তিনি বলেন, ভারতীয় সম্প্রদায় নিরাপত্তা অস্ট্রেলিয়া সরকারের অগ্রাধিকারের মধ্যেই পড়ে। এক্ষেত্রে ভারতের একটি প্রতিনিধির দল অস্ট্রেলিয়া একটি দলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে। তবে এ প্রসঙ্গে বিদেশিসচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ভারতীয় বংশোদ্ভূতদের সমস্যার বিষয়টি অগ্রাধিকার দিক দিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিল্লিতে এই দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের মাত্র পাঁচ দিন আগে থেকেই পাকিস্তানের মদতে পুষ্ট খলিস্তানপন্থীরা হামলা চালায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তার আগে গত জানুয়ারিতে মেলবোর্নের শিববিষ্ণু মন্দিরেও হামলা করা হয়েছিল। সে বারেও অভিযোগের আঙুল উঠেছিল খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। তার কয়েক দিন আগে আবার অস্ট্রেলিয়ার মিল পার্কের একটি মন্দিরেও হামলা চলে। মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখা ছিল। বাদ পড়েনি মেলবোর্নের ইস্কন মন্দিরও ।