আবার অগ্নিমূল্য জ্বালানি, রান্নার গ্যাস থেকে পেট্রোল- ডিজেল নিত্য প্রয়োজনীয় জ্বালানির মূল্য আকাশ ছোঁয়া। এক লাফে রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, চাপে মধ্যবিত্তের হেশেল। দাম বাড়তেই পকেট টান পড়েছে মধ্যবিত্তের।
ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের আবহে একসাথে তিন জ্বালানির দাম হু হু করে বেড়েই চলেছে। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম ৮ টাকা কমেছে। একেই করোনা অবহের ফলে নাভিশ্বাস ছুটছে সাধারণ মানুষদের তার ওপর আবার জ্বালানির দাম বৃদ্ধি, সবমিলিয়ে ঘোর সংকটের মুখে মধ্যবিত্ত। মোট বারোটির সিলিন্ডারের জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার, আর সেই ভর্তুকির টাকা চলে যায় গ্রাহকদের অ্যাকাউন্টে তবে বারোটির বেশী সিলিন্ডার গ্রাহকরা নিলে তার কোনরকম ভর্তুকি পাওয়া যায় না। আগামী দিনে যে এই দামের পরিমাণ ঠিক কতটা বাড়বে তা নিয়ে কপালে ভাঁজ সাধারণ মানুষদের।