কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত বাহিনীর প্রত্যেককে ‘এক পদ এক পেনশন’ দেওয়ার কথা নিশ্চিত করা হলো এবং ‘এক পদ এক পেনশন’ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। কিন্তু এইক্ষেত্রে পেনশনের একটি বড় ফারাক লক্ষ্য করা যাচ্ছে, আর তাই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছে প্রাক্তন সেনা কর্মীদের সংগঠন।
প্রধানত, ‘এক পদ এক পেনশন’ নিয়ে ২০১৫ সালেই কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে কোনও সাংবিধানিক খুঁত নেই তা স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ রায়ে জানিয়েছেন, ‘এক পদ এক পেনশন একটি নীতিগত সিদ্ধান্ত। যেখানে হস্তক্ষেপের এক্তিয়ার নেই আদালতে।’
প্রাক্তন সেনাদের দাবি, প্রতিবছর নিয়ম মেনে পেনশন বাড়ানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। সরকারের তরফ থেকে পেনশন বৃদ্ধির বিষয়টি পাঁচ বছর পর খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। আগামী ২৩শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। ইতিমধ্যেই এই মামলা নিয়ে কৌতুহল বাড়ছে।