অস্ট্রেলিয়ার দ্বার এবার উন্মোচিত হল ভারতের জন্য, ভারতের ডিগ্রী মান্যতা পাবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে একইভাবে অস্ট্রেলিয়ার ডিগ্রী ভারতের মাটিতে কার্যকর হবে। ‘অস্ট্রেলিয়া ভারত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি পদ্ধতি’ চুক্তি স্বাক্ষর সফল করেছে অস্ট্রেলিয়া এবং ভারত সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।
আজ কূটনৈতিক শীর্ষ বৈঠকে ভারতে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। এর আগেই গতকাল আলোচনা হয়েছে ক্রিকেট বাণিজ্য ইত্যাদি বিষয় নিয়ে। তার বক্তব্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া চুক্তি বাণিজ্য ও বিনিয়োগে সফলতা নিয়ে আসবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার পড়তে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তির ঘোষণা করে অ্যালবানেজ, মৈত্রী বৃত্তি। ভারতীয় শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার চার বছর পর্যন্ত পড়াশোনা করলে তারা বৃত্তির অধিকারী হবে। তিনি জানান অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত এবং সম্প্রদায়গত সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক। গুজরাতের গান্ধীনগরের গিফট সিটিতে অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক শাখা ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা রয়েছে।