পাঠান ছবির পাশাপাশি এর বড় চমক নিয়ে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই প্রথমবার ও টিটিতে পা রাখতে চলেছে বলিউড কিং খান, সেই সুখবর দিলেন তিনি নিজেই তার ইনস্টাগ্রম অ্যাকাউন্টে পোস্ট শেয়ার করে। বাদশা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি থাম্বস আপ দেখাচ্ছেন এবং নীচে ক্যাপশন লিখেছেন কুচ কুচ হোনে বালা হে ও টিটির কি দুনিয়ামে (ও টিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে)। বাদশার ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।
এদিন এই পোস্ট শেয়ার করার পরই তার বন্ধু তথা বলিউড তারকা সালমান খান পরিচালক অভিনেতা অনুরাগ কাশ্যপ শাহরুখ খান কে অভিনন্দন জানিয়েছেন। সালমান খান নিজের সিনেমার জনপ্রিয় একটি গানের লাইন তুলে লিখেছেন, ‘ আজ কি পার্টি মেরি তরফ সে ‘। আবার অন্যদিকে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো শাহরুখ খানের নতুন ও টিটি অ্যাপ এসআরকে প্লাস এর সঙ্গে যুক্ত হতে পারলাম’। শাহরুখ খানের এই কামব্যাকের দারুণ খুশি তার ভক্ত মহল।