২৫ শে জানুয়ারি মুক্তি পেয়েছিলো ভারতের হিন্দি চলচ্চিত্রের বাদশার বিগত চার বছর পর অভিনীত ছবি ‘পাঠান’।হিন্দি, তামিল এবং তেলেগু -এই তিনটি ভারতীয় ভাষায় সিনেমা হলে মুক্তি পায় শাহরুখ-দীপিকার পাঠান। পাঠান চলচ্চিত্রটি বিগত এক মাসে প্রায় ১০৫০ কোটির উপর ব্যবসা করে নিয়েছে যা হিন্দি চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ।
ছবিতে নাম ভূমিকায় ছিলেন শাহরুখ খান, এছাড়াও তাঁকে যোগ্য সঙ্গত দিতে ছিলেন জন আব্রাহাম ও দীপিকা পাডুকোন । যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ বলিউডের ইতিহাসে সবচেয়ে সফল সিনেমাগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। হিন্দি ভাষায় তৈরি পূর্ববর্তী অনেক ছবির রেকর্ড ভেঙে দেয় ‘পাঠান’। ২৫০ কোটির বাজেটে তৈরি ছবিটি মুক্তির প্রথম ৪ দিনে, ভারতে ৩৫০ কোটিরও বেশি আয় করে। প্রিয় তারকার দুর্দান্ত প্রত্যাবর্তন উদযাপন করেন শাহরুখের ফ্যানেরা। থিয়েটারে ফ্যানেদের নাচের ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে উপচে পড়ে।
শেষ ছবি জিরোর ব্যর্থতার পর শাহরুখকে এক নতুন অবতারে দেখা যায় ‘পাঠান’-এ। ছবিটির ব্যাপক সাফল্যের পিছনে অনেকগুলি কারণ রয়েছে। তবে, ৪ বছর পর কিং খানের আবার মুখ্য ভূমিকায় বড় পর্দায় ফিরে আসাটা হল এই সাফল্যের সবচেয়ে বড় কারণ। থিয়েটারে ‘পাঠান’-এর সাফল্যের পর, সবাই ‘পাঠান’-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগুতে ভাষায়। আগামী এপ্রিলের ২৫ তারিখে অ্যামাজন প্রাইমে দেখা যাবে ‘পাঠান’। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে বলেন যে ‘পাঠান’ ছবিতে পাঠানের ধর্ম প্রসঙ্গে একটি সিন ছিল। সেন্সরের কারণে বড়পর্দায় রিলিজের সময় সেই দৃশ্য মুছে ফেলা হয়। তিনি জানান যে সেই দৃশ্যটি ওটিটিতে দেখা যাবে। সুতরাং, যদি এই অ্যাকশন-থ্রিলার ফিল্মটি আপনার না দেখা হয়ে থাকে, তাহলে ২৫ শে এপ্রিল অ্যামাজন প্রাইমে দেখে নিন ব্লকবাস্টার পাওয়ার-প্যাক্ট ফিল্ম ‘পাঠান’।