“মিনি শশুর বাড়ী যাবে”- এই সংলাপ টি শুনলেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কাবুলিওয়ালার কথা, এই গল্পের জুড়ি মেলা ভার। সময় সঙ্গে সঙ্গে কাবুলিওয়ালার চরিত্রে বহু তারকারা পা দেয়ার পর এবার পর্দায় আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সময় সঙ্গে সঙ্গে কাবুলিওয়ালা চরিত্রে বহু তারক আসার সত্বেও কাবুলিওয়ালার সেই গুরুত্ব আজও কমেনি।
ফের ১১ বছর পর সুমন ঘোষের পরিচালনায় কাবুলিওয়ালা মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি মিঠুন চক্রবর্তী কলকাতা এসে এই সিনেমা সংক্রান্ত বিশেষ কিছু তথ্য দিয়েছেন। কাবলিওয়ালার পরিচালকের দায়িত্বে রয়েছেন সুমন ঘোষ এবং প্রযোজক এসভিএফ।
কাবুলিওয়াল ছবিতে মিনি বা অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ছবির শিরোনাম নিয়েও চলছে আলোচনা। গল্পকে নাকি সমকালীন সময়ের প্রেক্ষাপটে সাজিয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে, কলকাতা ছাড়াও শুটিং হতে পারে লাদাখে। যেহুতু কাবুলিওয়ালার দেশ আফগানিস্তান, তাই ছবির কিছু অংশের শুটিং হতে পারে আফগানিস্থানে। সাম্প্রতিক অতীতে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিচার করে প্রয়োজনীয় অনুমতির জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করেছেন ছবির নির্মাতারা।