২০২১-এ অলিম্পিকসের নীরজ চোপড়া হাত ধরে সোনার পদক জিতল ভারত। অ্যাথলেটিক্স থেকে এই প্রথম কেউ সোনা জিতে ইতিহাস তৈরি করল ভারতে। সোনা জেতার স্বপ্ন চোখে নিয়ে এগিয়ে ছিল ঠিকই কিন্তু স্বপ্ন পূরণের ডানা মেলেনি। আজ সেই স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে, সোনার পদক জয় করেছে ভারত।
ভারতে এর আগে কেউ টোকিও অলিম্পিকে সোনা জেতেনি, এটি সেরা অলিম্পিক পারফরম্যান্স ছিল বলে মনে করা হয়। ২০১২ সালে ভারত ছটি পদক জয় করেছিল, আর এত বছর পর সপ্তম পদক জয় করল। ব্রোঞ্জ, সিলভারের সাথে সাথে এবার জায়গা করে নিলো সোনা-ও। টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের প্রতিনিধি হয়ে অলিম্পিকের জাভেলিন এর ফাইনালে ৮৭.৫৮ মিটার এর দূরত্ব থ্রো করে সোনার পদক এনে দিয়েছে এই যুবক। ভারতের সাথে সাথে দেশের সমস্ত মানুষের গর্বের জায়গা তৈরি করে দিয়েছেন এই হরিয়ানার 23 বছরের যুবক নীরদ চোপড়া।
টোকিও অলিম্পিকে দশটি সেরা মুহূর্ত নির্বাচনে জায়গা করে নিয়েছে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে নীরাজ চোপড়ার সোনা জয়ের মুহূর্তকে। ২০০৮ সালে অভিনব বিন্দার পর টোকিওর ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় ভারতীয় হিসাবে শোনা জিতে সমস্ত বিশ্বে সাড়া ফেলে দিয়েছে এই যুবক। তার মতে, তাকে সোনা জেতার স্বপ্ন দেখিয়েছেন অভিনব বিন্দ্রা।