আর ৪৫ নয় এবার থেকে ১৪ মিনিটেই পরবর্তী সফরের জন্য প্রস্তুত হয়ে যাবে বন্দে ভারত। স্বচ্ছতা অভিযানের আওতায় ভারতের নয়া পরিষেবা ‘ফোরটিন মিনিট মিরাকেল’। একটি বন্ধে ভারত স্টেশনে আসার পর পরবর্তী সফর শুরু করার আগে ১৪ মিনিটেই প্রস্তুত করে দেয়া হবে প্রত্যেকটি কামরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের আওতায় এই পরিষেবা চালু হবে বলে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল, রবিবার সেই পরিষেবায় উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশনি বৈষ্ণব। প্রাথমিকভাবে দেশের ২৯ টি স্টেশনে এই পরিষেবা চালু হতে চলেছে। তালিকায় রয়েছে দিল্লি আনন্দবিহার পুরি চেন্নাই এর মতন স্টেশন।
জাপানে ‘সেভেন মিনিট মিরাকেল’ পরিষেবার কথা মাথায় রেখেই ভারতে এই প্রকল্প শুরুর ভাবনা। জাপানে একটি বুলেট ট্রেন আসার পর পরবর্তী সফরের জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয় মাত্র ৭ মিনিটে। এবার সেই পথই অনুসরণ করে ১৪ মিনিটে একটি বুলেট ট্রেন সফরযগ্য করে তুলতে চলেছে ভারতীয় রেল। পোষাকি নাম ‘ফোরটিন মিনিট মিরাকেল’। মন্ত্রকের তরফ থেকে জানানো হয় গন্তব্য স্টেশন থেকে ট্রেন সব যাত্রী নেমে গেলে নিজেদের সাফাই করার কাজ শুরু করবেন কর্মীরা। প্রত্যেকটি কামরার জন্য থাকবে তিনজন সাফাই কর্মী। কোন যন্ত্রের ব্যবহার না করে মাত্র ১৪ মিনিটে সাফাই করা হবে প্রতিটি কামরা এখন যেটি করতে সময় লাগে অন্তত ৪৫ মিনিট। এক ধাক্কায় ৩১ মিনিট সময় কমিয়ে এনে সাফাই অভিযানের এই পরিকল্পনা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্যবহার করা হবে ‘ফ্লো চার্ট’। নতুন এই প্রকল্পের বাস্তবিকরণের যাবতীয় তথ্য থাকবে রেলের কাছে। যাতে পরবর্তী সময়
কাজে লাগিয়ে দেশের সবকটি স্টেশনে এই পরিষেবা দেওয়া যেতে পারে।
প্রসঙ্গত, গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে ১লা অক্টোবর দেশবাসীকে এক ঘন্টার জন্য স্বচ্ছ অভিযানে নামার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রবিবার সেই আহ্বানের সাড়া দিয়ে দেশের নানা প্রান্তে পালন হয়’স্বচ্ছতা হি সেবা’ অভিযান। মানুষ ঝাঁটা হাতে ময়লা পরিষ্কার করতে দেখা যায় প্রধানমন্ত্রীকেও। আর এই অভিযানেরই অংশ হিসেবে শুরু হল এই নয়া প্রকল্প। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে ঝাঁট দিয়ে এই পরিষেবা উদ্বোধনে করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।