মুখ ডেকে বসতে হবে টিভি সঞ্চালিকাদের, টেলিভিশন সম্প্রচারকদের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিল তালিবান সরকার। বেশ কিছুদিন আগেই জনসমক্ষে মহিলাদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছিল তালিবান সরকার। ঠিক সেইরকম ভাবেই টেলিভিশন চ্যানেলগুলোতে নির্দেশ দেওয়া হয় যে, কোন রকম অনুষ্ঠান পরিচালিকাদের বা খবর সঞ্চালিকদের অথবা লাইভে থাকাকালীন মহিলা উপস্থাপিকারা দের যেন মুখ ডাকা থাকে।
আফগানিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, এই নির্দেশ কোনোভাবেই পরিবর্তনশীল নয়। নির্দেশিকা ঘোষণার পরই দেশের বেশ কয়েকটি চ্যানেলের সঞ্চালিকা অথবা পরিচারিকাদের মুখ ঢেকে ক্যামেরার সামনে লাইভে আসতেও দেখা গিয়েছে।
এই বিষয়ে আফগানিস্তানের এক সংবাদ মাধ্যমের পরিচালক জানান যে এটি নারী স্বাধীনতার ওপর আরও একটি বড় আঘাত। যদিও অন্যদিকে নারী শিক্ষা নিয়ে তাড়াতাড়ি সুখবর শোনাবেন বলে আশ্বাস দিয়েছিলেন আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি কিন্তু এখনও পর্যন্ত কোনরকম সুখবর দিয়ে উঠতে পারেননি।