ভুও ওষুধ বিক্রি বন্ধ হওয়ার জন্য এবার থেকে চালু হলো এক নতুন নিয়ম।এবার থেকে ওষুধ প্যাকেজিং এও ব্যবহার হতে চলেছে প্রযুক্তি।WHO এর রিপোর্ট অনুযায়ী কম বেশি সব দেশেই এই নকল ওষুধ এর ব্যবসা বেড়েই চলেছে ।এই পরিস্থতিতে কেন্দ্রীয় সরকারের এই নয়া সিদ্ধান্ত বিশ্বের কাছে একটি বড়ো পদক্ষেপ হিসেবে স্বীকৃত হতে পারে। Thyronorm ,Allegra,Dolo ও Saridon এর মত বড় ব্র্যান্ড ও এর ব্যতিক্রম নয়। 2023সালের 1আগস্ট থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানা যাচ্ছে ।
ও ষুধের উপর রাখতে হবে QR code বা বারকোড যার ফলে জানা যাবে এই ওষুধ আসল না নকল।
ও ষুধে থাকা QR code স্ক্যান করলেইএটির নাম ও কোন সংস্থার, এই ওষুধের মেয়াদ এবং প্রস্তুতকারীর লাইসেন্স সম্পর্কেও জানতে পারবে গ্রাহকরা। এখনো পর্যন্ত ৩০০ টি দেশে এই নিয়ম কার্যকরী হয়েছে।
তবে এখনও বিষয়টির সম্পর্কে এর থেকে বেশি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি ।কেন্দ্রীয় সরকারের যদি নতুন কিছু সিদ্ধান্ত নেন তবে এই পদক্ষেপের সম্পর্কে আরও বিস্তরিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।