এবার ‘নটী বিনোদিনীর’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। এবারে অভিনেত্রীকে উনিশ শতকের মঞ্চাভিনেতা নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদীপ সরকার এবং চিত্রনাট্য লিখেছেন প্রকাশ কাপাডিয়া।
কঙ্গনা রানাউতকে এই প্রথম কোনও বাঙালি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। এখনো পর্যন্ত কঙ্গনার ছবির সংখ্যা তিরিশের কিছু বেশি। কঙ্গনা একটি বিবৃতি থেকে জানা গিয়েছে, তিনি পরিচালক প্রদীপ সরকারের বড় ভক্ত তাই এই সুযোগ পেয়ে তিনি ভীষণ আপ্লুত। সবমিলিয়ে তার অসাধারণ একটি জার্নি হতে চলেছে। যার জন্য তিনি অধীর আগ্রহে রয়েছেন। তবে শুধু অভিনয় নয় তার সঙ্গে পরিচালনার দায়িত্বও রয়েছে তাঁর কাঁধেই। জানা যাচ্ছে, সামনের বছরই শুটিং শুরু করবেন কঙ্গনা।
হিন্দি ছবিতে নটী বিনোদিনীতে যেমন কঙ্গনা ঠিক তেমনই বাংলায় ‘একটি নটির উপাখ্যান’ ছবিতে একই চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ইতিমধ্যেই অভিনেত্রীর ফার্স্ট লুক দেখা গিয়েছে নেট দুনিয়ায়। এই ছবিটির পরিচালক রাম মুখোপাধ্যায়। সূত্রের খবর, এই দুই ছবির খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়। আসলেই কে জয় করবে দর্শকদের মন সেটাই এখন দেখার।