IMG_20230616_183338

হিমা দাস। Image : Anandabazar patrika

এশিয়ান গেমস থেকে বাদ পড়লেন সোনাজয়ী হিমা দাস।

Post Score: 2.7/5
Topic & Research
3/5
Creativity & Uniqueness
2.3/5
Timeliness & Social Impact
2.8/5

এশিয়ান গেমস এ শোনা গেলো এক দুঃসংবাদ। চলতি বছরে সেপ্টেম্বর মাসে চীন দেশে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। তবে শরীরে একাধিক চোটের কারণে সেই খেলা থেকেই বাদ পড়লেন অসমকন্যা অ্যাথলিট হিমা দাস।

চলতি বছরের এশিয়ান গেমসে উপস্থিত থাকতে পারছেন না হিমা দাস। তার শরীরে এখনো রয়েছে একাধিক চোট আর সেই চোট এখনো সেরে ওঠেনি এমনটাই জানিয়েছেন তার কোচ। ফলে সোনাজয়ী অ্যাথলিট এইবারের এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারবেন না। খবর পাওয়া গেছে,২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউয়ে হবে এশিয়ান গেমস। তবে জাতীয় স্তরের আন্তঃরাজ্য একটি প্রতিযোগিতার মাধ্যমে ভারতীয় প্রতিনিধিত্ব কারা করবে তা নির্ধারণ করা হবে।ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ১৫ জুন থেকেই শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা। আর সেইখানেই উপস্থিত হতে পারবেন না হিমা। ভারতের অ্যাথলেটিক্স দলের কোচ রাধাকৃষ্ণণ সংবাদসংস্থা পিটিআই কে বলেন, এপ্রিল মাসে হিমার হ্যামস্ট্রিংয়ে এবং তারও আগে সে কোমরে একটি চোট পায়। তাই ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার নিয়ম মাফিক তাকে এখন এশিয়ান গেমস খেলা থেকে বিরত থাকতে হবে।

শুধুমাত্র এইক্ষেত্রেই নয়, গত মাসের রাঁচীতে অনুষ্ঠিত ফেডারেশন কাপেও উপস্থিত থাকতে পারেনি হিমা। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা আগেই ঘোষণা করে দিয়েছিল যে বিশেষ কারণ না থাকলে বাকি সবারই
এই খেলায় অংশ নেওয়া বাধ্যতামূলক। কারণ সেখান থেকেই প্রতিযোগী পাঠানো হবে এশিয়ান গেমসে।

২০১৮ সালেই সারা বিশ্বে এক নজির গড়ে তুলেছিলেন এই ২৩বছর বয়সী হিমা দাস। অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি।শুধুমাত্র তাই নয়, এছাড়াও ৪০০ মিটার দৌড়ে রুপো, মহিলাদের রিলেতে সোনা ও মিক্সড রিলেতে রুপো অর্জন করেন তিনি। তার খেলায় এই দক্ষতা দেখে আবারো সবাই তার খেলার দিকেই এক বিরাট আশা নিয়ে ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে এই প্রতিযোগিতাতেই তার আর দেখা পাওয়া যাবে না। এই ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request