সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ আয়োজন ঘিরে একাধিক পরামর্শ, জল্পনা, রিপোর্ট সামনে এলেও না কোনো দিনক্ষণ নির্ধারিত হয়েছে, আর না কোনো টুর্নামেন্টের আয়োজক দেশ নির্ধারিত হয়েছে।
ধুমলের দাবি, আইসিসি কর্তাদের বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরফের কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার দু’জনে দেখা করে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করবেন।
প্রাথমিকভাবে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে এখন টুর্নামেন্টের মাত্র ৪টি ম্যাচ খেলা হবে সেখানে। বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ভারত টুর্নামেন্টে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তানে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। একটি ম্যাচ খেলবে নেপাল।
এদিকে কয়েক দিন আগেই পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়ে ছিলেন, ভারত প্রতিবেশী দেশে যাওয়ার ব্যাপারে রাজি।তবে এবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আইপিএলের এই চেয়ারম্যান। তার (ধুমল) দাবি, এমন কোনো কথাই হয়নি। ভারতীয় দল বা জয় শাহ কেউই পাকিস্তানে যাচ্ছেন না। যা প্রচারিত হয়েছে, তা সত্য নয়।
অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে খেলবে বিরাট-রোহিতরা। আর ঘরের মাঠে দ্য গ্রিন ম্যানদের একমাত্র ম্যাচটি হবে অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে।
এমনকি পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলেও প্রাথমিকভাবে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সঙ্গে আরও কয়েকটি ক্রিকেট বোর্ড দাবি জানায় পাকিস্তানের বাইরে গোটা টুর্নামেন্ট আয়োজন করার। তবে ঘরের মাঠে টুর্নামেন্টের কিছু ম্যাচ আয়োজন করার দাবিতে পিসিবি নাছোড়বান্দা ছিল। শেষমেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব মেনে নেওয়া হয়।
এসিসির সূচি অনুযায়ী জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতেও গড়াবে ছয় জাতির এই টুর্নামেন্ট। তবে এখনও চূড়ান্ত সূচি জানানো হয়নি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটযজ্ঞের।