সম্প্রতি কলকাতায় নন্দনে সম্পন্ন হয় ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন টালিগঞ্জের রাধা স্টুডিয়োর সংস্করণের বিষয়টি। সেই মতো ৬ই মে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও সূচনা করা হয় এই সরকারি প্রেক্ষাগৃহের। এই রাধা স্টুডিয়োর নতুনভাবে সংস্করণ করে নামকরন করা হয়েছে চলচ্চিত্র শতবর্ষ ভবন।
টালিগঞ্জের ঐতিহাসিক রাধা স্টুডিয়োকে সংস্করণ করে প্রথমে এটিকে সিনেমার সংগ্রহালয় হিসেবে গড়ে তোলা হয়েছিল এবং চলচ্চিত্র বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের এবং গবেষণার জন্য ১৫০ টি আসন নিয়ে তৈরি হয়েছিল একটি অডিটোরিয়াম। এখন সেই অডিটোরিয়ামই বদলে তৈরি করা হল সিঙ্গেল স্ক্রীন সিনেমা হল ।
বাংলার চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদে নতুন পদক্ষেপ গ্রহন করল পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এখানে শুধু মাত্র বাংলা সিনেমাই প্রদর্শন করা হবে। অন্যান্য সিনেমা হলের মতই প্রতিদিন তিনটি করে বাংলা সিনেমার শো থাকবে সেখানে এবং অন্যান্য সিনেমা হলের মতই কাউন্টার থেকে অথবা অনলাইন থেকে বুক করা যাবে টিকিট। এবং বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দাওয়ার জন্য টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের এই অভিনব উদ্যোগে সবচেয়ে বেশি খুশি বাংলার পরিচালক এবং প্রযোজকেরা, কারন তাদের অভিযোগ ছিল বাংলা সিনেমা কর্পরেট প্রদর্শনীর ইচ্ছানুসারে কাঙ্খিত শো পায় না। সে ক্ষেত্রে সরকারি ভাবে এই বিষয়টি নিয়ে এমন উদ্যোগের প্রয়োজন ছিল বলে তারা জানিয়েছেন।