কথায় আছে রেকর্ড তৈরী হয় ভাঙার জন্য। সেই কথা কেই সত্যিই প্রমাণ করে একই সঙ্গে ৫টি রেকর্ড গড়লো ভারতের ওপেনিং জুটি। ৪৩ বছরের রেকর্ড ভাঙলেন ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল।১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাস্কার এবং চেতন চৌহান ওপেনিং করতে নেমে ২১৩ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত এবং যশস্বী জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে রোহিত ও যশস্বী ২২৯ রান তোলেন।
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও এক রেকর্ড গড়ে ভারত প্রথম ইনিংসে একটিও উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের থেকে এগিয়ে গেলো ভারত।
অভিষেক ম্যাচে সর্বাধিক বল খেলার রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ৩৫০বল খেলেছেন। এর আগে অভিষেক ম্যাচে সর্বোচ্চ বল খেলেছিলেন মোহাম্মদ আজারুদ্দিন ৩২২ বল খেলেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৮ সালের পর কোনো দলের দুই ওপেনার একসঙ্গে শত রান করতে পারেনি। রোহিত এবং যশস্বী জুটি সেই রেকর্ডও ভেঙে দেয়। বৃহস্পতিবার পর্যন্ত যশস্বীর রান ১৪৩। যা বিদেশের মাটিতে অভিষেক ম্যাচে খেলা সবচেয়ে বেশি রান।
ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেই একাধিক রেকর্ড ভাঙলেন ভারতের দুই ওপেনিং জুটি।