চলতি মরসুমেই মুক্তি পেয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি । প্রসঙ্গত, মুক্তির পর থেকেই বিতর্কের শিখরে এই সিনেমা।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, অভিনেত্রী আদা শর্মা। চলচ্চিত্র মুক্তির পর থেকেই নেটিজেনদের বিদ্রুপের শিকার হতে হয়েছে তাঁকেও। এমনকি মৃত্যু হুমকিও পেয়েছেন তিনি । কিন্তু এসব কে তোয়াক্কা না করেই এক ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই ছবিতে অভিনয় করতে পেরে তিনি সত্যি কৃতজ্ঞ ।
এক তথ্য অনুযায়ী এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘ ঝামুন্ডা বোল্টে ‘ নামক এক ব্যক্তি তার একাউন্ট থেকে অভিনেত্রী আদা শর্মার ফোন নম্বর নেট দুনিয়ায় ফাঁস করে দেয় । আর তার পর থেকেই বিভিন্ন ভুঁয়ো কল আসতে থাকে অভিনেত্রীর ফোনে । শুধু এখানেই থেমে থাকেনি, অভিনেত্রীকে এমন হুমকিও দেওয়া হয় যে তার নতুন ফোন নাম্বার ও ফাঁস করে দেওয়া হবে । অভিনেত্রির ভক্তরা এই বিষয় টি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় আপাতত ঝামুন্ডা বোল্টে নামক ইনস্টাগ্রাম অ্যকাউন্টটি ডি -অ্যক্টিভেট করে দেওয়া হয়েছে ।