ভয়ে কাঁপছে তুরস্ক, পাহাড় সমান মৃতের স্তুপ ছড়িয়ে ইতি উতি। সংখ্যাটা নয় নয় করতে করতে ছাপিয়েছে পঞ্চশ ৫০ হাজার। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিসিয়া, ৬ ফেব্রুয়ারি রিখটার স্কেলে মাত্রা ৭.৮ বড় বড় গগনচুম্বী অট্টালিকা গুলো এক নিমিষে গুড়িয়ে গেলো তাসের ঘরের মতো।
গত ৬ ই ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিসিয়া। শুধু তুরস্কেই মৃত্যু হয় ৪৪ হাজারের বেশি এবং সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। তুরস্কের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, দুর্যোগের ১৯ দিন পেরিয়েছে, প্রবল শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। তবুও তাঁরা হাল ছাড়তে রাজি নন বলেই জানিয়েছেন। চারিদিকে কান্নার হাহাকার, স্বজন হারানোর বেদনা। হাসপাতালগুলোতে চিকিৎসারত লক্ষাধিক মানুষ। রাষ্ট্রপুঞ্জের খবর অনুযায়ী, শুধু তুরস্কেই ভেঙে পড়েছে ২ লক্ষ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও অন্তত হাজার পঞ্চাশেক বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান ত্রাণকর্মীদের।
ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তারও কোনও পরিসংখ্যান নেই। ওখানে যারা বেচেঁ রয়েছেন তাদেরও নেই খাবার, পানীয় জল, ওষুধ, গৃহহীন হাজারো মানুষ।