বর্তমানে ভারতে শিথিল করোনা পরিস্থিতি, কমছে দৈনিক সংক্রমণ । কিন্তু উল্টো দিকে চিন, তাইওয়ান-এ করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই আবারও লকডাউন ঘোষণা করেছে চিন সরকার। ভারতে সংক্রমণ কমলেও বাড়ছে চিন্তা , গবেষকদের মতে করোনার নতুন ভ্যারিয়েন্ট যা নিয়ে আসছে নতুন দুশ্চিন্তা । এই ভ্যারিয়েন্টে দেখা যাচ্ছে নতুন উপসর্গ যা আঘাত করছে দাঁত ও মাড়ি। বিশেষজ্ঞদের মতে শুধু জ্বর কাশি নয় এখন নতুন লক্ষণ দেখা যাচ্ছে যা আঘাত করছে মুখের ভেতরের অংশকে।
বিশেষজ্ঞদের মতে দাঁতের সমস্যা আগেও দেখা গেছে কিন্তু তাকে কখনো সেইরকম গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু বর্তমানে এই সমস্যা বেড়েই চলেছে যার শেষে গিয়ে পরীক্ষা করে দেখা যাচ্ছে করোনা পজেটিভ। চিকিৎসকদের মতে এই রকম কোনো লক্ষণ দেখা গেলে তার জন্য ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
তবে চিকিৎসকরা বলছেন শুধুমাত্র দাঁতের সমস্যা ই করোনার একমাত্র বা প্রধান উপসর্গ নয়।কোভিড-১৯-এর প্রধান লক্ষণগুলির উপর ৫৪ টি গবেষণার একটি রিপোর্টে বলা হয়েছে, করোনার শীর্ষ ১২ টি উপসর্গের মধ্যে দাঁত ব্যথা বা মুখ-সম্পর্কিত উপসর্গ অন্তর্ভুক্ত নয়।৮০% মানুষের জ্বর, ৫০% মানুষের ক্লান্তি ভাব কাশি দেখা যায়। উপসর্গ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া একমাত্র উপায় বলে মত বিশেষজ্ঞদের।