বোনাস কর্মীদের দিয়ে যদি আবার নোটিস দিয়ে ফিরিয়ে নেওয়া হয় তাহলে কেমন লাগবে ? শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে এক জাপানী গাড়ি নির্মাণকারক সংস্থা হন্ডার কর্মীদের সঙ্গে।
সম্প্রতি হন্ডার মেরিসভিলের কারখানার কর্মীদের কাছে একটি নোটিস পাঠিয়ে কর্তৃপক্ষ জানান যে, তাঁদের কোম্পানি থেকে দেওয়া বোনাস আবার কোম্পানিতে ফেরত দিতে হবে। কর্মীদের প্রয়োজনের জন্যই অতিরিক্ত বোনাসের ব্যাবস্থা করেছিল কোম্পানি।কোম্পানি কতৃপক্ষের দাবি যদি সংস্থার সমস্ত কর্মীরা বোনাসের টাকা ফেরত না দেন তা হলে সেই টাকা তাঁদের বেতন থেকে কেটে নেওয়া হবে। এই নোটিস পাওয়া মাত্রই মাথায় হাত পড়েছে ওই কারখানার কর্মরত কর্মীদের।
কর্তৃপক্ষের তরফে থেকে আরও জানানো হয়েছে যে, কর্মীদের ভুল করে এই অতিরিক্ত বোনাস দেওয়া হয়েছিল। আর সেই কারণেই এই বাড়তি টাকা তারা নোটিসের মাধ্যমে ফেরত চাইছে। তবে এই সিদ্ধান্ত আইনসম্মত বলেও জানানো হয়েছে সংস্থার তরফে থেকে । কিন্তু কর্মীদের যে ঠিক কত টাকা বোনাস দেওয়া হয়েছিল এবং কত টাকা ফেরত চাওয়া হয়েছিল তা নিয়ে কিছুই বলেনি কর্তৃপক্ষ।