কলকাতায় হবে বারাণসীর ধাঁচে গঙ্গাআরতি। বৃহস্পতিবার থেকে কলকাতায় চালু হচ্ছে গঙ্গা আরতি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিকেল সাড়ে চারটে নাগাদ বাজাকদমতলা ঘাটে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজেই।
আরতি করার জন্য বসানো হয়েছে ১১টি অস্থায়ী মঞ্চ। সুদৃশ্য আলোকমণ্ডিত মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে ২২ জন পুরোহিত সন্ধ্যা আরতিতে অংশ নেবেন, ঠিক যেমনটি দেখতে পাওয়া যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “কাশীতে গিয়ে দেখেছিলাম গঙ্গায় আরতি করতে। তখনই ববিকে কলকাতায় গঙ্গারতি শুরু করার জন্য জায়গা খুঁজতে বলেছিলাম। বাংলায় অনেক কিছু হয়েছে। এ বার এখানে প্রতিদিন সন্ধ্যায় আরতি হবে। কেবল দুর্গাপুজোর বিসর্জনের কয়েকটি দিন আরতি বন্ধ থাকবে।” পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এ দিনের অনুষ্ঠানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ছাড়াও একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মেয়র পারিষদ ও পুরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, শীতকালে সন্ধে ৬টায় গঙ্গা আরতি হবে, গরমকালে হবে সন্ধে ৭টায়। বিসর্জনের সময় কয়েকটা দিন গঙ্গা আরতি বন্ধ থাকবে। সূত্রের খবর, রোজ সন্ধ্যায় গঙ্গারতি চলাকালীন কলকাতা পুলিশ এবং পুরসভার নিরাপত্তারক্ষীরা থাকবেন। এটির পরিচালনার ভার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হচ্ছে।