কলকাতায় অনেক সময় অনেকে বিদেশেই ঘুরতে এসে কলকাতার সংস্কৃতি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি কেও কলকাতা সংস্কৃতির প্রশংসা করতে দেখা যায়। কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে নানা সময়ের ছবিও টুইট করেন এরিক। কলকাতার একধিক জায়গা ঘুরছেন এরিক যার মধ্যে রয়েছে চিনাপাড়ার টেরিটিবাজার, চীনা হাউজিং, পূরণ ইমামবাড়া, কলকাতার রাস্তায় মাটির ভাঁড় হাতে চাও খান তিনি, এছাড়াও গিয়েছেছেন বড়বাজারে পোলক স্ট্রিটে বেথ-এল সিনাগগেও।
কলকাতার বিভিন্ন জায়গার ছবি টুইট করে তিনি লেখেন “কলকাতা সত্যিই নানা রঙের সংস্কৃতির শহর। আমি এ শহরের সমন্বয়ের ইতিহাসের গভীরতা অনুভব করেছি এবং বিচিত্র সব উপাসনালয়ে ঘুরে দেখেছি। এই প্রতিষ্ঠানগুলির সহাবস্থান কলকাতার ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্বের কথা বলে।” প্রসঙ্গত উল্লেখ্য চলতি সপ্তাহের বৃহস্পতিবার আমেরিকান সেন্টারে একটি প্রেস কফারেন্সে সাংবাদিক দের মুখোমুখি হয় এরিক।