অপেক্ষা আর মাত্র ৭দিন। আগামী ১৪ই জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান ৩। পূর্ব নির্ধারিত দিনের একদিন পর অর্থাৎ ১৩ নয় ১৪ই জুলাই উৎক্ষেপন হবে মহাকাশযানটি। ওই দিন দুপুর ২:৩০ নাগাদ শ্রীহরীকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকলে চন্দ্রযান৩ রওনা দেবে বলে ইসরো সূত্রে জানানো হয়। সব ঠিক থাকলে চলতি বছরের অগস্ট মাসেই চন্দ্রযান চাঁদের মাটি ছোঁবে বলে জানায় ইসরো।
ইসরোর চেয়ারম্যান জানান, ১৪ই জুলাই মহাকাশযানটি রওনা দিতে পারলে এটি চাঁদে পা রাখবে আগস্ট মাসের ২৩ অথবা ২৪ তারিখ। বিস্তারিত ভাবে তিনি জানান, চাঁদে সূর্যের আলো পড়ার পরই মহাকাশযানটি অবতরণ করতে চান তাঁরা। তবে সেই দুদিনের মধ্যে অবতারণা না হলে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চন্দ্রযান ২ এর পথ অনুসরণ করেই উৎক্ষেপন হতে চলেছে চন্দ্রযান৩। চন্দ্রযান ২ অবতারণের সময়ে বিক্রম ল্যাডারটি আঘাত পাওয়ার দরুন পরিকল্পনা অনুযায়ী আর পরিচালনা করতে পারেনি।
চন্দ্রযান-৩ গঠিত একটি ল্যান্ডার, রোভার, প্রোপালশান মডিউল নিয়ে। নিজে থেকে মহাকাশে পাড়ি দিতে পারে না LVM3। সেই কারণে অন্য স্যাটেলাইটের মতো LVM3-এর মতো যানবাহনের সঙ্গে চন্দ্রযান-৩-কে জুড়ে দেওয়া হয়েছে। LVM3-এ রয়েছে শক্তিশালী প্রোপালশান সিস্টেম। পৃথিবীর মহাকর্ষীয় টানকে পেরোতে সাহায্য করে এই শক্তি। এই বিপুল শক্তির মাধ্যমেই মহাকর্ষীয় বাধা অতিক্রম করে মহাশূন্যে ছিটকে যায় স্যাটেলাইটটি।
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার চাঁদে অবতরণ করতে সফল হলে ভারত হবে চতুর্থ দেশ। এর আগে আমেরিকা, রাশিয়া ও চীন তাদের মহাকাশযান চাঁদে অবতরণ করেছে।
প্রসঙ্গত, ২২ জুলাই২০১৯শে চন্দ্রযান-২ মিশন চালু করা হয়েছিল। প্রায় ২ মাস পরে, ৭ সেপ্টেম্বর ২০১৯, বিক্রম ল্যান্ডার, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করে ও ব্যর্থ হয়। সেই থেকে ভারত চন্দ্রযান-৩ মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে।