কিং খানের ক্যামিও এর খানিকের অভিনয়ে মুগ্ধ দর্শক মহল। ব্রহ্মাস্ত্র ছবিতে কিং খানের চরিত্র অল্প সময়ের জন্য থাকলেও তা প্রশংসনীয়।
অয়ন মুখোপাধ্যায় এর ব্রহ্মাস্ত্র , বক্স অফিসে ৪১০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা । রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন ছাড়াও নাগার্জুন এবং মৌনি রায়ের অভিনয় আলাদা দাগ কেটেছে দর্শক দের মনে।
ব্রহ্মাস্ত্র ছবি দ্বিতীয় অধ্যায় কারা কারা থাকবে সে নিয়ে বেশ আগ্রহী দর্শকেরা। এবার কি শাহরুখ খানের কোনো চরিত্র থাকবে নাকি নিজে শাহরুখ খান অভিনয় করবেন তা নিয়ে উৎসুক দর্শক। আবার দীপিকা পাড়ুকোনকে ‘ব্রহ্মাস্ত্র’-এর পরের পর্বে দেখা যাবে, আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘দেব’ চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানা গিয়েছে। তবে লোকমুখে শোনা যাচ্ছে , রণবীর সিংহকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি পরিচালক-প্রযোজক।