এ যেন খানিক গল্পের গরু গাছে ওঠার ব্যাপার! যে দলে মারকুটে কুইন্টন ডি কক্ শুরু করেন ও পর্যায়ক্রমে ব্যাট হাতে মারমুখী হতে দেখা যায় ডেভিড মিলার, হেনরি ক্লাসেন, মালান, মারক্রমদের মতো দুঁদে ব্যাট্সম্যানদের, সেই দল কিনা ব্যাট করতে নেমে নিরানব্বই রানে অলআউট হয়ে যায়!
নাহ! আপনি যদি এটিকে কুড়ি কুড়ি মহাযুদ্ধ ভেবে থাকেন, তাহলে ভুল করবেন। এমন তারকাখচিত অঘটন ঘটে গিয়েছে পঞ্চাশ ওভারের ওয়ান ডে সিরিজের ফয়সলা ম্যাচে। আর এই অঘটন যিনি ঘটিয়েছেন, তাঁর নাম কুলদীপ যাদব। ভারতীয় চায়নাম্যান বোলারের চার উইকেট ছাড়া শুভমন গিলের ও শ্রেয়স আইয়ারের সৌজন্যে ১৯.১ ওভারে ৩ উইকেটে ১০৫ রান তুলে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজও জিতে ‘অকাল দিওয়ালি’ পালন করল শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া।
এদিন ৩৩ রানে শেষ ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা একাদশ। কুলদীপ যাদব মাত্র ১৮ রানে ৪ উইকেট নিলেন। সিরাজ (১৭/২), সুন্দর (১৫/২) ও শাহবাজ (৩৫/২) দুটি করে উইকেট নিলেন। হেনরিক ক্লাসেনের ৩৪ রান ছাড়া বাকি কেউই এদিন নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ১০০ রান তাড়া করে সিরিজ জেতা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।সব শেষে, শ্রেয়স বিপক্ষের মার্কো জ্যানসেনকে লং অফের উপর দিয়ে ছক্কা মারতেই ঘরের মাঠে প্রোটিয়াসদের দুরমুশ করে ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারতীয় দল।