কৃত্রিম মেধা এবং উন্নত প্রযুক্তিকে ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রী
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারতের বিভিন্ন খাতের সমস্যাগুলিকে সমাধান করা সম্ভব, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রযুক্তিকে কাজে লাগিয়েই, এক দেশ এক রেশন কার্ড চালু করা সম্ভব হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও মোবাইল নম্বর সংযুক্ত করে সাধারন মানুষের অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পৌঁছে দাওয়া সম্ভব হচ্ছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও তিনি প্রত্যাহিক জীবনযাত্রার এমন ১০টি সমস্যাকে চিহ্নিত করার ডাক দিয়েছেন যা এই কৃত্রিম মেধা এবং প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব। তার দাবি অনুযায়ী কৃত্রিম মেধা এবং ৫জি প্রযুক্তি শিক্ষা চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রেও আমুল বদল আনবে।
বাজেট ২০২৩ এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন “মেক এআই ইন ইন্ডিয়া” এবং “মেক এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া” প্রস্তুতের লক্ষ্যে একগুচ্ছ ঘোষণা করেন। যার অন্যতম বিষয় হল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম মেধার উৎকর্ষ কেন্দ্র তৈরি।
বাজেট নিয়ে এক ওয়েবিনারে প্রধানমন্ত্রী জানান, ভারত এক উন্নত দেশে পরিণত হবে ২০৪৭ সালের মধ্যে এবং এই উন্নত দেশে পরিণত হতে সাহায্য করবে প্রযুক্তি এবং কৃত্রিম মেধা। এছাড়াও ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তাদের ব্যবসা ও জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে তাদের আইন মেনে চলার খরচ কমাতে ৪০,০০০ অপ্রয়োজনীয় শর্ত তুলে দেওয়া হয়েছে এবং এমন আরও শর্তের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী।