IMG-20230615-WA0106 (1)

পঞ্চায়েত ভোট source rojdin

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট : নির্দেশ হাইকোর্টের

Post Score: 3.4/5
Topic & Research
3.2/5
Creativity & Uniqueness
3.1/5
Timeliness & Social Impact
3.8/5

শুধু স্পর্শকাতর জেলায় নয়। গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে হবে পঞ্চায়েত ভোট।বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার পঞ্চায়েত মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায়ে জানা গেছে পঞ্চায়েত ভোট একদিন পিছনো হবে কিনা তা কমিশন সিদ্ধান্ত নেবে। এবং মনোনয়ন পেশের সময়সীমা বাড়বে কিনা কমিশন সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই নির্দেশের ৪৮ ঘণ্টা হয়ে গেলেও কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য নির্বাচন কমিশন বলে অভিযোগ।

একইসঙ্গে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দেয় কেন্দ্রীয় বাহিনীর সমস্ত খরচ দিতে হবে রাজ্যকেই। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে  বিক্ষিপ্ত ঘটনা কার্যত প্রকাশ্য়ে।  স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। এনিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে আদালত গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে দেবে। প্রধান বিচারপতির বেঞ্চের আরও পর্যবেক্ষণ, মামলার রায় কার্যকর না করা হলে নীরব দর্শক হয়ে থাকে না আদালত।

আদালতের এই পর্যবেক্ষণের পরেই পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কী কী পদক্ষেপ, তা জানায় রাজ্য নির্বাচন কমিশন। সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ। পরে বেঞ্চ তার রায়ে জানিয়ে দেয় পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request