এবার কেন্দ্রীয় ভাবে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রস্তাবনা চূড়ান্ত রূপ পেতে চলেছে। এই উদ্যোগে সম্মতি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত আলোচনা ও বাস্তবায়নের পরিকল্পনার জন্য বসবে উচ্চশিক্ষা দপ্তর।
জানা যাচ্ছে, এবার থেকে ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কলেজে ভর্তি হবে। বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় গুলির নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে। ওই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজ গুলি সম্পর্কে সমস্ত তথ্য ওখানে দেওয়া থাকবে। সেখানেই ভর্তির জন্য আবেদন করবে পড়ুয়ারা। তবে একসঙ্গে কতগুলি কলেজে ভর্তির আবেদন করা যাবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি উচ্চশিক্ষা দপ্তর।