শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে সোমবার নিজের শহরে ফিরলেন ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের সাথে খেলা শেষ সিরিজ জিতে কলকাতায় ফিরলেন বাংলার মেয়ে। ঝুলন গোস্বামীকে পুষ্প বৃষ্টিতে বরণ করে নেওয়া হল। সোমবার কলকাতায় ঝুলনের সাথে পা রাখলেন আর এক ক্রিকেটার দীপ্তি শর্মা। তৃতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডের শার্লি ডিনকে ‘মাঁকড়ীয়’ রান আউট করার পর থেকে আলোচনায় রয়েছেন তিনি।
বাংলার ক্রিকেট সংস্থার(সিএবি) সভাপতি অভিষেক ডালমিয়া সোমবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঝুলনকে স্বাগত জানাতে হাজির ছিলেন এবং এছাড়াও উপস্থিত ছিলেন সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাস-সহ অন্য সদস্যরা। বিভিন্ন রকম সাজ- সজ্জিত ফুলের তোড়ার মাধ্যমে তারা বাংলার গর্ব ঝুলনকে স্বাগত জানায়।
বিমানবন্দরে অন্যান্য বাংলার মহিলা ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন এবং ঝুলনের বাড়ির লোকজনও দেখতে পাওয়া যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এখানের ম্যাচই যে ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচ সেটা ঝুলন কখনো আনুষ্ঠানিক ভাবে জানাননি। তবু বোর্ড, সতীর্থ ক্রিকেটারদের তরফে বলে দেওয়া হয়, শনিবারই ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচের পরের দিন ঝুলন আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণা করেছেন।