মোনাকো থেকে পিএসজিতে ২০১৭ সালে এমবাপে যোগ দিয়েছিলেন। তার পর থেকে শুধু পিএসজির সমর্থক ছাড়াও সমগ্র বিশ্ব এমবাপে কে দুরন্ত তারকা খেলোয়াড়দের মধ্যে বিবেচনা করতে থাকেন। শনিবার , ফরাসি লীগ ওয়ানের ম্যাচে নঁতে-কে ৪-২ গোলে হারায় পিএসজি। শনিবার গোল করে এমবাপে মাত্র ২৪ বছর বয়সে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তি অর্জন করেন।
ম্যাচে গোল করার সঙ্গে আর্জেন্টিনীয় তারকাও নতুন এক মইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এর আগের ম্যাচে গোল করে মেসি ক্লাব ফুটবলে ৭০০ গোল পূর্ণ করেছিলেন। এ বার ক্লাব এবং দেশ মিলিয়ে ৮০০ আন্তর্জাতিক গোল মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে মোট ৭৯৯টি গোল হয়ে গেল লিয়োর। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে একটি গোল পেলেই তিনি অভিনব কীর্তি গড়বেন।
ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘নিঃসন্দেহে এই সম্মান আমার কাছে অত্যন্ত গৌরবের। এই ক্লাবের সঙ্গে আমার গভীর যোগ রয়েছে। ক্লাবকে আরও সাফল্য দিতে চাই