” শীতের হাওয়া এ লাগল নাচন,
আমলকির ওই ডালে ডালে”।
আমলকির ডালে ডালে শীতের হাওয়া লাগলেও, কলকাতায় সেই ভাবে জাকিয়ে শীতের আমেজ পড়েনি। ডিসেম্বর মাস পরে গেল, কিন্তু শীতের আমেজের বিন্দু মাত্র লেস নেই। আগে নভেম্বর মাসের মধ্যবর্তী সময় থেকেই শীতের হালকা হওয়া বইতে থাকত এবং ডিসেম্বর থেকে জাকিয়ে শীত পড়তে শুরু করত। সাধারণত, নভেম্বর মাসের গোড়া থেকেই লোকজনেরা পিকনিকের তোরজোর শুরু করে দেয়, আলমারি থেকে লেপ কম্বল বের করার দিন চলে আসে, সোয়েটার, জ্যাকেট পড়ার দিন চলে আসে, শীতের মিষ্টি রোদে আড্ডা মারার দিন আসে, এখনও সবই আছে কিন্তু কোথাও শীতের সেই আমেজটাই নেই। শোনা যাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থল থেকে আসা উত্তুরে হওয়ার ঘূর্ণবাতের প্রভাব জোরালো হচ্ছে না সেই কারণেই তাপমাত্রা কমছে না কলকাতায়।
আলিপুর আবহাওয়া অফিস দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম হলেও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি রয়েছে। তাছাড়াও বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া বিদদের মতে আজ থেকে অর্থাৎ বৃহস্পতি বার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। এই সপ্তাহের শেষের দিক থেকেই শীতের আমেজ পাবে দক্ষিণবাসীরা। আকাশ পরিষ্কার থাকার আবাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির হবার কোনোরকম সম্ভাবনা দেখছ না আলিপুর দপ্তর।