২৩ এ ৫০০ কোটি ছাপিয়ে গেলো সানির হিট সিনেমা ‘ গদর ২ ‘। মাস শেষ হওয়ার পূর্বেই ৫১৫ কোটির মুখদর্শন ছবির।
কোটি ছাপিয়ে গেলে ও ছাপিয়ে যেতে পারেনি নাসিরউদ্দীন শাহর মন্তব্যকে। বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতার সাথে সাথে তিঁনি হলেন একজন বিচক্ষণ নাগরিক। বর্তমান ঘটনা সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন।
নিজের মন্তব্যের ফলে বহু বিতর্কের সৃষ্টি হলেও নিজের জায়গা থেকে সরেন না নাসির। শুধু ‘গদর ২’বলে না এর আগেও তিনি একাধিক সিনেমার মন্তব্য করেছিলেন।
কয়েক মাস আগে ‘দ্যা কেরেলা স্টোরি ‘ নিয়েও তার মন্তব্যের কথা শোনা গিয়েছিল।
এক সাক্ষাৎকারে নাসির বলেন, ‘‘এই ধরনের ছবি সমাজের জন্য আদপে ভীষণই ক্ষতিকর। ‘গদর ২’-এর মতো ছবির বক্তব্য— শুধু দেশকে ভালবাসলেই চলবে না, ঢাকঢোল বাজিয়ে তা জানান দিতে হবে, তা জাহির করতে হবে।’’
নাসিরের মতে, যেই সিনেমা গুলি বাস্তবকে তুলে ধরছে এবং সমাজকে একটি সু ভাবনা দিচ্ছে সেই সিনেমা গুলি হারিয়ে যাচ্ছে আজকের ঝাঁ চকচকে সিনেমাগুলির ভিড়ে।
তিঁনি আরো বলেন, ‘‘সুধীর মিশ্র, হংসল মেহতার মতো পরিচালকরা চেষ্টা করছেন সত্যিটাকে সিনেমার পর্দায় তুলে ধরতে। স্রেফ জনপ্রিয়তার জন্য ‘গদর ২’-এর মতো ছবি নিয়ে আলোচনা বেশি হচ্ছে। তবে আমি আশা করব হংসল, সুধীরের মতো পরিচালকরা যাতে তাতে হতাশ না হয়ে পড়েন। আজ থেকে ১০০ বছর পরে যখন মানুষ ‘ভীড়’ আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন ছবি সত্যিটাকে পর্দায় তুলে ধরেছিল।’’