পরম্পরা বজায় রেখে আবারও সঞ্জয় লীলা বনসালির নতুন ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি -র নাম বদলের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। গাঙ্গুবাই এর পরিবার এবং ছবি নির্মাতাদের মধ্যে চলতি দ্বন্দ্ব মেটাতে ছবি মুক্তির দুদিন আগেই নাম বদলের পরামর্শ দিয়েছে আদালত।
জানা যায়, গাঙ্গুবাই এর পালিত পুত্র বাবু রাওজি শাহের দাবি, ছবিতে তাঁর মা অর্থাৎ গঙ্গুবাই কে যৌন কর্মী হিসাবে দেখানো হয়েছে। যার ফলে মানুষজন তার মায়ের নামে কটূক্তি করছে। এমন বিভিন্ন কারণে ভন্সালি পরিচালিত এই ছবিটির মুক্তি স্থগিত করে রাখার জন্য আদালতে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। আদালতে গাঙ্গুবাই এর পরিবারের আইনজীবী জানান, গঙ্গুবাই এর চরিত্রকে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে। একজন সমাজকর্মী কে যৌন কর্মী হিসেবে তুলে ধরা হয়েছে। সেই কারণে, গাঙ্গুবাই এর পরিবারকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তবে এই বিষয়ে ভন্সালি একেবারেই কোনো মন্তব্য করেন নি।
প্রসঙ্গত, এর আগেও আদালতের পরামর্শে সঞ্জয় লীলা ভন্সালি পরিচালিত দুটি সিনেমা রামলীলা এবং পদ্মাবত এর নাম পরিবর্তন করা হয়েছিল। তবে এবার ছবির নাম পরিবর্তনের বিষয়ে ভন্সালিকে একাধিক নোটিশ পাঠালেও এখনও পর্যন্ত তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।