সম্প্রতি গুজরাট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ১ এবং ৫ ডিসেম্বর এই দুটি ধাপে। এর আগেই চমক গুজরাটে। শাসকদলের সরকার কয়েকমাস আগেই পাকিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থী যারা গুজরাটে আশ্রিত তাদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এইবার গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় নাম উঠেছে তাদেরই মধ্যে ২৫ জন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীর।
এইবার ভোট দিতে দেখা যাবে সদ্য নাগরিকত্ব প্রাপ্ত অমুসলিম পাকিস্তানি শরণার্থীদের। এই বছরের অগাস্ট মাসে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের রাজকোট জেলায় ২৫ জন পাকিস্তানি হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের সুত্রে জানা গিয়েছে সেখানে বসবাসকারী আরও প্রায় ৫০০ জন পাকিস্তানি হিন্দুর অধিকংশ ভারতীয় নাগরিকত্বের আবেদন করেছে।
এই বিষয়টি নিয়ে বিরোধী দলের নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে শাসকদলকে, কিন্তু শাসকদল যুক্তি দেখিয়েছে, যেহেতু তারা এখন সংবিধান মতে ভারতীয় নাগরিক সেহেতু সমস্ত ভারতীয়দেরই ভোটদানের অধিকার রয়েছে।