বছরের শেষ মাসে ফ্রান্সের বিশ্ব বিখ্যাত ফুটবলার এমবাপ্পে শেষ ষোলোর লড়াইয়ে অন্তিম দুটো গোল করে রেকর্ড গড়লেন,এবং একই সঙ্গে তিনি ছাপিয়ে গেলেন মারাদোনা ও পেলে কে । মেসির সঙ্গে এখন সমানে রয়েছেন এম্বাপ্পে।
রবিবার বিকেলে আল থুমামা স্টেডিয়ামে ফ্রান্স তাদের শেষ ষোলোর লড়াইয়ে পোল্যান্ডের সাথে মুখোমুখি হয়ে এমবাপ্পে তার গোলের খাতায় আরও দুটি গোল যোগ করেন। খেলার ৭৪ তম মিনিটে এমবাপ্পে প্রথম গোলটি করেন। ১৬ গজ দূর থেকে কিক করে বলটি গোলে পাঠান। খেলার ৯০+১ মিনিটে দ্বিতীয় গোলটি করে কোয়ার্টার ফাইনালে তোদের জায়গা নিশ্চিত করেন।
২৩ বছর বয়সী এই খেলোয়াড় গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখনো শীর্ষে। বিশ্বকাপে সর্বোচ্চ একক গোলদাতার চেয়ে ৬ গোল পিছিয়ে আছে এই ফরাসি তারকা ফুটবলার। এমবাপ্পে মারাদোনাকেও ছাপিয়ে গিয়েছে ২১ ম্যাচে ৮ গোল করেছিলেন এবং ১৯৫৮ সালে পেলের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বের মধ্যেই মোট পাঁচটি গোল করেছেন 23 বছর বয়সেই তারকা। দুই বিশ্বকাপে এমবাপ্পে মোট নয়টি গোল করেছেন যার মধ্যে পাঁচটি কাতার বিশ্বকাপে এবং বাকি চারটি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে যেখানে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল।