রাতারাতি ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা । মঙ্গলবার রাতে গ্রিসে একটি পণ্য বাহি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের হয় একটি যাত্রীবাহী ট্রেনের । আর এই ভয়াবক সংঘর্ষের ফলে মৃত্যু হয় ৩২ জন যাত্রী এবং আহত হয়ছেন ৮৫ জন যাত্রী। তবে শোনা যাচ্ছে যে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে টেম্পে শহরের কাছে। শোনা যাচ্ছে, টেম্প শহরে দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আর এই সংঘর্ষের জেরে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যাত্রিবাহী ট্রেনটি আথেন্স থেকে গ্রিসের উত্তর দিকের শহর থেসালোনিকি দিকে যাচ্ছিল। ট্রেনটিতে মোট ৩৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর পরই ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।অন্য দিকে, পণ্যবাহী ট্রেনটি লারিসা শহর থেকে মধ্য গ্রিসে যাচ্ছিল বলে জানিয়েছেন থেসালি অঞ্চলের গভর্নর। ধাক্কার ফলে যাত্রিবাহী ট্রেনের যে বগিগুলিতে আগুন ধরে গিয়েছিল, তাতে বেশ কিছু যাত্রী ঝলসে গিয়েছেন।
ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেছেন, যাত্রীদের উদ্ধার প্রক্রিয়া চলছে। বহু মানুষ জ্বলন্ত ট্রেনের কামরায় আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধারে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। তিনি আরও বলেন, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। উদ্ধারে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।