ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপের জেরেই কেটেছে শারদীয়া, এবার কালীপুজোতেও ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে অবহাওয়াদপ্তর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গেছেন তাদের শনিবারের মধ্যে ফিরে আসতে আদেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এপ্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, উত্তর আন্দামানে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত টি। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকে নিম্নচাপের দাপট বাড়বে এবং সোমবার অর্থাৎ কালীপুজোর দিন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে তিনি এও জানান যে, আপাতত শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং শুক্রবারের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনাই বেশি। ভোরের দিকে বইবে উত্তরে হওয়া যার ফলে হালকা শীতের আমেজ পাবে বঙ্গবাসী।
প্রসঙ্গত উল্লেখ্য, কালীপুজোর সময় যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে চলেছে তার নাম ‘সিত্রাং’, বাংলায় যার অর্থ হলো ‘পাতা’। এই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত অনেক আগেই পাওয়া গিয়েছিল। এই মাসের ১৮ তারিখ থেকে ২৫ তারিখ এর মধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনের পূর্বাভাস দিয়েছিল আমেরিকার ‘গ্লোবাল ফরকাস্ট সিস্টেম’। এছাড়া বাংলাদেশের আবহাওয়া বিভাগও এই মাসে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি নিম্নচাপ এবং একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিয়েছিল।