আগামী বছর দক্ষিণ আফ্রিকার বুকে আইসিসি আয়োজন করতে চলেছে মহিলা অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ। মোট ১৬টি দেশকে নিয়ে আয়োজিত হতে চলেছে। এই প্রথম মেয়েদের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টটি ২০২৩ র জানুয়ারি মাসে হতে চলেছে।
২০২১ সালে প্রথমবার মেয়েদের অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ঠিক হলেও তা করোনা অতিমারীর কারণে পিছিয়ে যায়।তবে পরের বছর ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এই বিশ্বকাপ। এই বার ভারতীয় মহিলা দলকে ঘোষণা করা হয় অনূর্ধ্ব-১৯ এর বিশ্বকাপের জন্য।এই দলে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ সুযোগ পেয়েছেন। তিনি ভারতের সিনিয়র মহিলা দলে ২০২০ সালে প্রথম খেলার সুযোগ পান এবং মোট ১৭ টি ওয়ানডে ও ২৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এর মধ্যেই।
এইবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন শেফালী বর্মা। চলতি বছরে তিনি মহিলা বিশ্বকাপে খেলে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই কারণেই হরিয়ানার ১৮ বছরের শেফালীর হাতে তুলে দেওয়া হয় ভারতের অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব। মাত্র ১৫ বছর বয়সেই তিনি সিনিয়র দলের হয়ে খেলেছেন।তিনি ভারতীয় সিনিয়র মহিলা দলের হয়ে ২টি টেস্ট, ২১ টি ওয়ানডে ও ৪৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শেফালির পাশাপাশি শ্বেতা সেহরাওয়াতকে সহ অধিনায়কের পদে নির্বাচিত করা হয়েছে। তিনি বর্তমানে মুম্বাইয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিচ্ছেন।