কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট চালু হতে চলেছে। বিদেশ মন্ত্রকর কনস্যুলার, পাসপোর্ট বিভাগের সচিব সঞ্জয় ভট্টাচার্য জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই নতুন প্রযুক্তি সহ ই পাসপোর্ট চালু করা হবে এবং এই ই পাসপোর্ট এর মধ্যে একটি ছোট ইলেকট্রিক চিপ থাকবে, এই চিপের মধ্যে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত থাকবে ,যেমন নাম ,জন্মতারিখ ,ঠিকানা ইত্যাদি।এই চিপের সাহায্যে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে যাত্রীদের বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন। এই ইপাসপোর্ট দ্বারা যাত্রিদের বিদেশে যাওয়ার সহজ হবে।প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ই-পাসপোর্ট নিয়ে কাজ করছে।
এই ই-পাসপোর্টে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) চিপ ব্যবহার করা হবে। সরকারের ই পাসপোর্ট ইস্যু করার কারণ হিসেবে জানা যাচ্ছে জাল পাসপোর্ট বন্ধ করা। যার ফলে নকল ডাটা টেম্পারিং কম করানো সম্ভব হবে। খুব তাড়াতাড়ি ভারত সরকার ই পাসপোর্ট আরম্ভ করতে চলেছে। বিশ্বে ১০০-র বেশি দেশে ইতিমধ্যেই এই ই-পাসপোর্ট চালু হয়ে গেছে।সেই তালিকায় রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, বাংলাদেশ। এছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, মালাউই এবং অন্যান্য আরও অনেক দেশ।
দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, এই চলতি বছরের মে মাসে সরকারি ই-পাসপোর্টের পাইলট প্রকল্প শুরু করবে। এতে সরকার প্রাথমিকভাবে ১০ লাখ পাসপোর্ট ইস্যু করবে।এ জন্য এমন পাসপোর্ট সেবা কেন্দ্র চিহ্নিত করা হচ্ছে যেখান থেকে কম পাসপোর্ট দেওয়া হবে।