ইতালির ভেনিস শহরকে বলা হয় স্বপ্নের শহর।শহরের মধ্যে দিয়ে বয়ে চলা একাধিক খালের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ভেনিসের। এবার দেখা গেল ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের জল হঠাৎ করেই সবুজ হয়ে গিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, বিখ্যাত রিয়ালতো ব্রিজের আশপাশের জলের রং পরিবর্তনের এ ঘটনায় গুঞ্জন ডালপালা মেলেছে। ভেনিসের খালের এমন অবস্থা দেখে হাহাকার করছেন গন্ডোলা ব্যবসায়ীরা। মনখারাপ পর্যটকদেরও। পরিবেশকর্মীর। তবে অনেকেই মনে করছেন কোনও রাসায়নিক নয়, বরং পরিবেশবিদরাই জলের রঙ বদলে পরিবেশ রক্ষার বার্তা দিতে চাইছেন।
ভেনিসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও পরিবেশ কর্মী বা কোনও সংগঠনের তরফে কোনও কিছু দাবি করা হয়নি। রিয়াল্টো সেতুর কাছে খালের জল সবুজ হওয়ার পিছনে তাঁদের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বৃষ্টি না হওয়ায় শুকিয়ে কাঠ হয়ে যায় ইটালির এই বন্দর শহরের খাল। সেবার ভেনিসের খাল শুকিয়ে যাওয়ায় বিপাকে পড়েন গন্ডোলা ব্যবসায়ীরা। এবারও খালের জলের রং বদলে যাওয়ায় গন্ডোলা চালানো বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। যার জেরে মাথায় হাত ব্যবসায়ীদের।