এ যেন কোন এক সিনেমার শুটিং! বাস চালকের কেবিনের সামনে দরজায় ঝুলতে থাকা এক ব্যক্তি চালককে লক্ষ্য করে তাকে কিল ঘুষি মারতে থাকে। এবং সেই অবস্থাতেই বাসের চালক ও ঝুলন্ত ব্যাক্তিকে নিয়ে ছুটাতে থাকে বাস।
ঘটনাটি ঘটে ব্রেবোর্ন রোডে বৃহস্পতিবার দুপুর ১টার সময়। পুরো ঘটনাটি লক্ষ্য করেন রাস্তার সাধারণ মানুষ। এবং পরবর্তীকালে ঘটনাটি পুলিশের চোখে পড়লে ওই বাসটির পেছনে তা ধাওয়া করে পুলিশ। বেশ কিছুটা দূরে গিয়ে বাস ড্রাইভার বাস থামিয়ে দিয়ে সেখান থেকে পলাতক হন।
পুলিশ জানিয়েছেন, বাসটি খিদিরপুর – বালিখালরুট এ যাচ্ছিলেন যাত্রী নিয়ে। জানা যায়, ব্রেবোর্ন রোডের গির্জার সামনে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় বাসটির। আর এর জেরেই এই ঝামেলার সৃষ্টি। এবং সে ব্যক্তিটি নিজের গাড়ি থেকে নেমে এসে ওই বাস ড্রাইভারের কেবিনে দরজার সামনে উঠে পড়ে। এবং ওই চলন্ত বাসের মধ্যেই ড্রাইভারকে কিল ঘুসি মারতে থাকেন ওই ব্যক্তি। ওই অবস্থাতেই বাসটি ডালহৌসি পর্যন্ত আসে,এই পুরো ঘটনাটি অবাক করে দেয় রাস্তায় থাকার সাধারণ মানুষদের। বাসের পিছনে ছুটতে দেখা যায় কর্তব্যরতট্র্যাফিক পুলিশকর্মীদেরও। বাসটিকে সাথে সাথেই সেখানে আটক করে নেয়া হয়। এক ট্র্যাফিক পুলিশকর্মী এই ঘটনার বিষয়ে বলেন, ‘‘প্রাথমিক ভাবে বেসরকারি বাসের কাছে ক্ষতিপূরণদাবি করা নিয়ে গন্ডগোল। বাসের চালক তা দিতে না চাওয়ায় গাড়িচালক কেবিনের দরজায় উঠে পড়েন বলে মনে করা হচ্ছে।’’
ঘটনাটির পর বাসে ঝুলতে থাকা ওই ব্যক্তিটি হেয়ার স্ট্রিট থানায় য়ায় এবং এই ঘটনাটিকে নিয়ে আরও ভালো ভাবে খোঁজ খবর করছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।