চীনের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংকে হারিয়ে নিজের ক্যারিয়ারে দ্বিতীয় বার বিডফ্লিইউএফ সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার লক্ষ্য।
কিন্তু ফেং এর বিরুদ্ধে জেতা খুব একটা সহজ ছিল না তার কাছে কারণ দুজনে ই তীব্র গতিতে নিজেদের শট মার ছিলেন। প্রথম গেমে ফেং এর দুটি শট ছিল ৩৯০ কিলোমিটার /ঘন্টা এবং লক্ষ্যের দুটি শট এর গতিবেগ ছিল ঘন্টায় ৪০০ কিলোমিটার। পরবর্তীকালে ফেং কিছু পয়েন্টের দ্বারা এগিয়ে গেলেও পরপর তিনটি আনফোর্ড এরর (প্রতিপক্ষ প্লেয়ারের চাপ ছাড়াই ভুল )করেন যার ফলে ২১-১৮ জিতে যান তিনি।
দ্বিতীয় গেম এ লড়াইয়ের প্রতিকূলতা আরও বাড়তে থাকে তার সত্বেও দুইজন প্রতিযোগির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২২-২০ পয়েন্ট তে শেষ পর্যন্ত জিতে যান লক্ষ্য।
গত বছর কমনওয়েলথ গেমসে সিঙ্গেল এ সোনা জেতার আগে ২০২২ এ ইন্ডিয়ান ওপেন সুপার ৫০০ জিতে ছিলেন লক্ষ্য এবং এই বছর মে মাসে মালয়েশিয়ায় মাস্টার যেতেন এইচ এস প্রণয়। তারপরে কোন ভারতীয় তারকা হিসেবে চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন।