ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসের জন্য শুটিং এ ব্যাস্ত অনুষ্কা শর্মা। আজ হাওড়ার আন্দুলের রাজবাড়ী চত্বরে শুটিং করতে দেখা গিয়েছে তাঁকে।
ঝুলন গোস্বামী আন্দুলের মেয়ে, আর সেই জায়গাটি চলচ্চিত্রে দেখানো হবে না তা কি হয়! সেই জন্যই হাওড়ার আন্দুলকে বেছে নেওয়া হয়েছে ‘চাকদা এক্সপ্রেস’-এর কিছু অংশের শুটিংয়ের জন্য। স্বাভাবিকভাবেই বলিউড স্টারকে চোখের সামনে দেখতে পেয়ে, উচ্ছ্বাসিত আন্দুলবাসীরা। কড়া রোদ্দুরকে উপেক্ষা করেই শুটিংয়ে ব্যস্ত অনুষ্কা।
অনুষ্কা শর্মা চাকদা এক্সপ্রেসের জন্য কঠোরভাবে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ঝুলনের ভূমিকাকে দৃঢ়ভাবে ফুটিয়ে তোলার জন্য ক্রিকেটীয় দক্ষতাকে আয়ত্ত করছেন।চাকদা এক্সপ্রেস পরিচালিত করছেন প্রশিত রায় এবং ঝুলনের আজকের সবচেয়ে বড় ভারতীয় মহিলা ক্রিকেটার হয়ে ওঠার যাত্রাকে সামনে নিয়ে আসবেন । ছবিটি প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস।