গত মাসে সারা বিশ্বে কাজ হারিয়েছেন ৮০ হাজার মানুষ,তাঁদের মধ্যে প্রায় ৪ হাজারের চাকরি খেয়েছে এআই।গত কয়েক মাস ধরেই প্রযুক্তির দুনিয়ায় চাকরির বাজার গরম।বার্ড বা বিং-এর মতো AI তথা কৃত্রিম বুদ্ধিমত্তার টুলের আবির্ভাবের পর থেকেই বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
বহু সংস্থাই এআইয়ের সুবিধা নেওয়ার ফলে কেবল মে মাসে চাকরি হারিয়েছেন ৪ হাজার মানুষ,এবছর ইতিমধ্যেই প্রায় ৪ লক্ষ মানুষ কর্মহীন হয়েছেন।চাকরি হারানোর আশঙ্কা বৃদ্ধি হয়েছে রাতারাতি,এবছরেরই ফেব্রুয়ারিতে একটি সমীক্ষায় ধরা পড়েছিল, চ্যাটজিপিটির ‘কীর্তি’। বহু মার্কিন সংস্থাই কর্মীদের বদলে চ্যাটজিপিটির দিকেই যেতে শুরু করেছেন।তাঁদের অর্ধেকেরও বেশিই চ্যাটজিপিটির পক্ষেই সায় দিচ্ছেন।এআই মানুষের প্রতিপক্ষ হয়ে উঠছে,আর ভাগ বসাচ্ছে কাজের বাজারে ওপর ।