উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি গ্রামে সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে মারধর করে গলায় ইলেক্ট্রিকের তার পেঁচিয়ে খুন করে ছেলে।পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্তের নাম দীপক।তার বাবা দীনদয়ালের অনেকগুলি কৃষিজমি রয়েছে গ্রামে।সেই জমির ভাগ নিয়ে প্রায়ই বাবার সঙ্গে বচসায় জড়াতেন অভিযুক্ত দীপক।তবে গত সোমবার চরম সীমায় পৌঁছায় বচসা,ছেলে বাবা দীনদয়ালের গলায় ইলেক্ট্রিকের তার পেঁচিয়ে খুন করে।
মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিস। গ্রেফতার করেন অভিযুক্ত দীপককে। পুলিশের জেরার কবলে পড়ে তার স্ত্রী স্বীকার করেন তার স্বামী শ্বশুর মশাই কে খুন করেছেন।তিনি আরো জানান,সোমবার রাতে দু’তিন জনকে নিয়ে বাড়িতে আসেন তার স্বামী। কিছুক্ষণের মধ্যেই জমির ভাগ বাটরা নিয়ে ঝামেলা লাগে তার বাবার সাথে। অভিযুক্তের বাবা জমির ভাগ দিতে না চাইলে তখন তিনি রেগে গিয়ে ঝাঁপিয়ে পড়েন তার বাবার ওপর এবং একটি ইলেক্ট্রিকের তার তার বাবার গলায় পেচিয়ে তাকে হত্যা করে।তারপর একটি ফাঁকা জমিতে দীনদয়ালের মৃতদেহ ফেলে দেন।পুলিশ অভিযুক্ত এবং তার সাথে থাকা দু তিনজনকে গ্রেফতার করেন।